শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিজলায় শুভেচ্ছা বিনিময় করলেন রাজিব আহসান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিজলায় শুভেচ্ছা বিনিময় করলেন রাজিব আহসান
হিজলা প্রতিনিধি : মোঃ হাবিবুল্লাহ বেপারী
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ)
আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজিব আহসান। বুধবার (০১ অক্টোবর) বিকেল ৪টায় তিনি হিজলার বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন পিপলু, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে রাজিব আহসান বলেন এই যে পাশে মসজিদে আযান হচ্ছে, মন্দিরে পূজা হচ্ছে—এটাই আমাদের সম্প্রীতি, এটাই বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমরা বিশ্বাস করি, অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির বিজয় ঘটবে, অন্যায় পরাজিত হবে আর ন্যায় প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, আমরা শহীদ জিয়ার কর্মী হিসেবে, বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আপনাদের আশ্বস্ত করছি—পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায় থেকে কোন অভিযোগ আমরা পাইনি। যদি কখনও অভিযোগ থাকে আমাদের জানাবেন। আমরা বিশ্বাস করি, সবাই সমান সুযোগ ও সমান অধিকার নিয়ে এ সমাজে বেঁচে থাকব। আমার স্কুলজীবনের অনেক শিক্ষক ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। আমরা একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি।”